সাবেক মন্ত্রীর বাড়িতে যাকাত নিতে গিয়ে ২ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৫ জুন ২০১৮

সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে যাকাতের কাপড় নিতে গিয়ে হিট স্ট্রোক করে দুই নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৫ জন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাতাসী (৬০) নামে একজনের নাম জানা গেলেও অন্যজনের নাম জানা যায়নি।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিল হামজা এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর ওই নারীকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করা হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন কাপড় নিতে আসা বেশ কয়েকজন। তাদের মধ্যে দু’জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।