পটুয়াখালীর ১৫ গ্রামে পালিত হচ্ছে ঈদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ জুন ২০১৮

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার প্রায় ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ আগাম ঈদ পালন করছেন।

শুক্রবার সকালে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পরিচালনা করেন দরবারের খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।

১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে একইদিনে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে। স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।