যশোরে দু’দলের ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৮ জুন ২০১৮
ছবি-ফাইল

যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার ভোরে নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা নিহতের নাম-পরিচয় শনাক্ত করে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।