সৈয়দপুরে দুর্ধর্ষ ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৮ জুন ২০১৮
ছবি-ফাইল

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক ইটভাটা মালিকের বাড়িতে রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মনোয়ার হোসেনের বাড়ি থেকে ৯ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ডাকাতির সময় মনোয়ার হোসেন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী শামীমা হোসেন দোতলা বাড়ির নিচতলায় নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে একাই ছিলেন।

শামীমা হোসেন পুলিশ ও সাংবাদিকদের জানান, মাথায় হেলমেট পরা চারজন ডাকাত রাত ১২টার কিছু আগে বাড়ির নিচতলায় অফিসে ঢুকে তার গলা চেপে ধরে। পরে অস্ত্রের মুখে তাকে টেনে-হিঁচড়ে বাড়ির দোতলায় নিয়ে যায়। সেসময় ডাকতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়। এক পর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে তারা। পরে চালের ড্রাম থেকে দেড় লাখ টাকা এবং আলমারির ড্রয়ার থেকে আরও তিন লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

সৈয়দপুর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, ধারণা করা হচ্ছে এটি ডাকাতি নয় বরং রহস্যজনক চুরি। তবে ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা।

জাহিদুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।