‘নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ জুন ২০১৮

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় খালেদা জিয়া কারাবন্দি রয়েছেন। বৃদ্ধ বয়সে তাকে জেলে ঈদ করতে হয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতে তাকে মুক্তি দেয়া হচ্ছে না।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির ঈদ পুনর্মিলনী উপলক্ষে শহরের সমসেরাবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, জনগণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। আর সে আন্দোলনে ছাত্রদল ভূমিকা রাখবে। ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে তাদের আন্দোলনকে কেউ প্রতিহত করতে পারবে না।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ৮ বছর পর চলতি বছরের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।