নাটোরে গৃহবধূ হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ জুন ২০১৮
নিহত গৃহবধূ রুপালী

নাটোরের সিংড়া উপজেলায় গৃহবধূ রেজেনা পারভীন রুপালীকে হত্যার দায়ে স্বামী শাহমীম হোসেন ও তার বন্ধু রমিজুল আলমের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ ডিসেম্বর দুপুরে সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় ধানখেতে কাজ করার সময় শ্রমিকরা রুপালীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুপালীর বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মেয়ের জামাই শাহমীম হোসেন ও জামাইয়ের বন্ধু রমিজুল আলমসহ ৪-৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এরপর শাহমীম হোসেনকে ফুলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে শাহমীম আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যান। পুলিশ অভিযুক্তদের মধ্যে শাহমিম হোসেন ও রমিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।