শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৬ জুন ২০১৮

রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ৯৩ জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর উপশহর এলাকায় শহীদপুত্র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচ খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী, নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আকতার রেণী, লিটনের মেয়ে ছাত্রলীগ কেন্দ্রিয় সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।

jagonews24

স্বজনরা শহীদ এএইচএম কামারুজ্জামানের বর্নীল রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

এর আগে নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাও কামনা করেন নেতাকর্মীরা।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।