৫০টি হাঁসুয়াসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৬ জুন ২০১৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৫০টি ধারালো হাঁসুয়াসহ কাঞ্চন চন্দ্র মোহন্ত (৩২) নামের এক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামের দিপেন্দ্র নাথ মোহন্তের ছেলে।

মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য কাঞ্চনকে ৫ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। এর আগে সোমাবার রাতে কল্যাণনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, পুলিশের কাছে খবর ছিলো কর্মকার কাঞ্চন মোহন্ত দীর্ঘদিন যাবৎ দেশিয় ধারালো অস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশে একটি টিম অভিযান চালিয়ে কাঞ্চনকে গ্রেফতার করে। এরপর কাঞ্চনকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

দেশিয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে নন্দীগ্রাম সার্কেলের দায়িত্ব সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এত বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র কার জন্য তৈরি করা হয়েছিল সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারকৃত কাঞ্চন এখনও মুখ খোলেনি। জিজ্ঞাসাবেদর জন্য আদালত থেকে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

লিমন বাসার/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।