ট্রাকচাপায় টেম্পু চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ জুন ২০১৮
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোটেম্পুর চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে সুজাবাদ দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোটেম্পু চালক বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুলতান (৪৫) এবং যাত্রী শাজাহানপুর উপজেলার দরিনন্দগ্রামের ওমর আলী প্রামানিকের ছেলে কমর উদ্দিন প্রামানিক (৩০)। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করে থানা নেয়া হয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির জানান, দ্বিতীয় বাইপাস মহাসড়ক সুজাবাদ দহপাড়া এলাকায় মাদলা দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত টেম্পুকে পেছন থেকে আসা ইটবোঝাই মিনি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পুর যাত্রী কমর উদ্দিন এবং হাসপাতালে নেয়ার পর চালক সুলতান মারা যান।

লিমন বাসার/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।