বিএনপি নির্বাচন-গণতন্ত্রের ধার ধারে না : তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ৩০ জুন ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। মূলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। যাতে বিচার-আচারগুলো বন্ধ হয়ে যায়, যুদ্ধাঅপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দণ্ডিত ব্যক্তিবর্গ কারগার থেকে বের হয়ে আসে।

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মূলত অপরাধীদের মুক্তি দেয়ায় বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে যে কোনো পন্থায় কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে তারা লিপ্ত আছে।

তিনি আরও বলেন, দেশবাসীকে বিএনপি ও খালেদা জিয়া সর্ম্পকে সর্তক হতে হবে। কারণ বিএনপি ও খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারছেন না।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আল-মামুন সাগর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।