ইভটিজিংয়ের দায়ে ২ বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০২ জুলাই ২০১৮

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর এলাকায় দুই ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটে যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সালাউদ্দিন আহম্মেদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ততরা হলেন- উপজেলার পশ্চিম আমৃট্ট গ্রামের ফিরোজ হোসেনের ছেলে রবিউল ইসলাম(৩০) ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকতাল গ্রামের আবু তালেবের ছেলে সোহেল রানা (২৮)।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, দুপুরে উপজেলার কেশবপুর এলাকায় দুই বখাটে যুবক ছাত্রীদেরকে উত্যক্ত করছিল এ সময় ছাত্রীরা চিৎকার করলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সালাউদ্দিন আহম্মেদ তাদেরকে ছয়মাসের কারাদণ্ড দেন।

আদালতের নির্দেশে সাজাপ্রাপ্তদের জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রাশেদুজ্জামান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।