পদ্মায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ জুলাই ২০১৮
ছবি-ফাইল

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর নসাদ আলী (৪৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলেমান শাহ (র.) দরবার শরীফের কাছে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নসাদ আলী ওই এলাকার নতুনপাড়ার মৃত আবুল ব্যাপারীর ছেলে।

মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরে নসাদ আলী সোলেমান শাহ (র.) দরবার শরীফের পাশে পদ্মা নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান। নৌকা থেকে জাল বিছানোর সময় নৌকা উল্টে পড়ে যান। এরপর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। বুধবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর ওই স্থানেই মরদেহ ভেসে ওঠে।

ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, নিহত নসাদ আলী একজন আইডি কার্ডধারী জেলে। তার পরিবারকে এক লাখ টাকা দেয়া হবে।

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।