চাঁদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৫ জুলাই ২০১৮

চাঁদপুরের কচুয়ায় স্ত্রী সালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী ইব্রাহিম খলিলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার নাউপুর গ্রামের মৃত আলতাফ উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে কাউছার আহম্মেদের মেজো বোন সালেহা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ২০১৩ সালে ৩ নভেম্বর ঘটনার দিন স্বামীর বাড়িতে পারিবারিক কলহের এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে স্ত্রী সালেহার মাথায় আঘাত করেন ইব্রাহিম খলিল। পরে দ্রুত তাকে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। ঢাকা নেয়ার পথে সালেহা মারা যান। পরে সালেহার ভাই কাউছার আহমেদ বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

আদালতের পিপি মো. আমান উল্যাহ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

ইকরাম চৌধুরী/এফএ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।