কালীগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ জুলাই ২০১৮

গাজীপুরের কালীগঞ্জের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মাদক কারবারী রাজিবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বিয়ষটি নিশ্চিত করেছেন ।

আটক রাজিব কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত আজমত আলী ওরফে আজু মেম্বারের ছেলে।

ওসি মো. আবুবকর মিয়া জানান, কালীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালায়। থানা পুলিশের অভিযানে দ্রুত আইনের মামলাসহ ৯ মামলার আসামি রাজিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি অটোগিয়ার চাকু ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওইদিন রাতেই তার বিরুদ্ধে করা পৃথক দুটি মামলায় (অস্ত্র ও মাদক) শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। আগের ৯ মামলার দু’টির ওয়ারেন্টভুক্ত আসামি ছিল বলেও জানান তিনি।

আব্দুর রহমান আরমান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।