‘বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস অধিকাংশ মানুষ জানে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৭ জুলাই ২০১৮

ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, দেশের অধিকাংশ মানুষ বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতা এনেছিলেন, এই সম্পর্কে বিস্তারিত জানেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম থেকে উঠে এসে কোটি মানুষের নেতা হয়েছিলেন। এ জন্য তিনি যে মেধা ও কৌশল অবলম্বন করেছিলেন, আজকের দিনে সেটা দৃষ্টান্ত। আমাদের পরের প্রজন্ম যারা নেতৃত্ব দেবেন, বঙ্গবন্ধুর জীবনের এই প্রেক্ষাপট তাদের ভালো করে জানা দরকার।

শনিবার দুপুরে পঞ্চগড় ইতিহাস সম্মিলনী কেন্দ্রের আয়োজনে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে এক জনবক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু প্রথমত দেশকে ভালবেসেছিলেন, দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত তিনি দেশকেই ভোলোবেসে ছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পিতৃতুল্য মনে করতেন।

পঞ্চগড় ইতিহাস সম্মিলনির সভাপতি মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রিয় সিন্ধু তালুকদার, বাংলাদেশ ইতিহাস সম্মিলনি কেন্দ্রের যুগ্ন সম্পাদক চৌধূরী শহীদ কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।#

সফিকুল আলম/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।