সখীপুরে অজ্ঞানপার্টির খপ্পরে একই পরিবারের ১০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৭ জুলাই ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া একই পরিবারের ১০ জনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা অজ্ঞানপার্টির সদস্যরা বাড়িতে লুটপাট করার উদ্দেশ্যেই নেশাজাতীয় কোনো কিছু তাদের খাইয়েছে। এ ঘটনায় আহতরা হলেন, সখীপুর প্রতিমা বংকী আলিম মাদরাসার অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন তালুকদার (৫০), তার স্ত্রী আনোয়ার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা পারভীন (৪০), তাদের দুই সন্তান মিরাজ তালুকদার (১৪) ও মেরিনা তালুকদার (৭), মিনহাজ তালুকদারের শ্যালক জুয়েল আহমেদ (৩৫), গৃহকর্মী সখিনা বেগম (৪০), মিনহাজের ভাবি বছিরন নেছা (৪০), মিনহাজ তালুকদারের ভাতিজা সবুজ তালুকদার (২৮), সবুজের স্ত্রী সুপ্তি আক্তার (১৮) ও সবুজের বোন সাথী তালুকদার (২৫)।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়াদের দেয়া বক্তব্যে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে মিনহাজ তালুকদারের মেয়ে মেরিনা তালুকদার হারমোনিয়াম বাজিয়ে গান করছিল। ওই সময় ওই বাড়িতে দুইজন মহিলা পাশের বাড়ির মেহমান দাবি করে ঘরে ঢুকে ওই মেয়ের গান শোনেন। এক পর্যায়ে ঘণ্টাখানেক পর অপরিচিত আরেক ব্যক্তি ওই দুই মহিলাকে ডেকে নিয়ে যান। দুপুরের খাবার শেষে তাদের বমি বমি ভাব হয় এবং মাথা ঘোরায়। এদের মধ্যে অনেকেই বাড়িতেই আবার কেউ কেউ হাসপাতালে এসেও অজ্ঞান হয়ে পড়েন। তাদের ধারণা অপরিচিত মহিলারাই নেশা জাতীয় কিছু খাবারে মিশিয়ে দিয়ে গেছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামছুল আলম জানান, অজ্ঞান হয়ে পড়া রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী জানান, পুলিশ বিষয়টি নজরে নিয়েছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া রোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।