শেরপুরে ২৫০ জনকে আসামি করে পুলিশের মামলা
শেরপুর শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাদী হয়ে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রোববার সন্ধ্যায় এ মামলা করেন। মামলায় ইটপাটকেল নিক্ষেপ, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশ অ্যাসল্টের অভিযোগ করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভায় স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিন পুলিশসহ ১০ জন আহত হন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেছেন।
হাকিম বাবুল/এফএ/জেআইএম