নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নানার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১২ জুলাই ২০১৮
ছবি-ফাইল

শেরপুরে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী জহুরুল হক জরুল (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী হুনুফা বেগম (৫০)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নামাপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জরুল ওই গ্রামের মৃত মগর আলীর ছেলে। আহত হুনুফাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার চরশেরপুর নামাপাড়া গ্রামের জহুরুল হকের নাতি বশতবাড়ির পার্শ্বে বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটির আথিং তারে জড়িয়ে পড়ে। পরে জহুরুল হক নাতিকে বাঁচাতে পারলেও তিনি নিজেই বিদ্যুতায়িত হয় পড়েন। এ সময় স্ত্রী হুনুফা স্বামী জরুলকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হলে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল হককে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাকিম বাবুল/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।