পটুয়াখালীতে সাড়ে ৪ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৩ জুলাই ২০১৮
ফাইল ছবি

পটুয়াখালীতে প্রায় সাড়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু পাচারকালে একটি মিনি ট্রাকসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে শহরের ব্রিজ টোল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ট্রাকের চালক মো. খোকন (৩০), শ্রমিক মো. রাসেল (২০) ও মো. সবুজ হাওলাদার (১৮)।

পটুয়াখালী কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান (মনির) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পটুয়াখালী ব্রিজ টোল এলাকায় অভিযান চালিয়ে কলাপাড়া থেকে রায়পাল অভিমুখে যাওয়ার সময় একটি মিনি পিকআপে (ঢাকা মেট্রো ট-১৩-৩৯৫৫) তল্লাশি চালানো হয়। এ সময় ১৪টি ড্রামভর্তি প্রায় সাড়ে চার লাখ পিস বাগদা রেণু পোনাসহ তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম আটক তিনজনের প্রত্যেককে পাচঁ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।