‘সিলেটে নির্বাচনী পরিবেশ ঠিক আছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৬ জুলাই ২০১৮
ছবি-ফাইল

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি ঠিক আছে। তবে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয় কিনা এ নিয়ে মানুষের মনে নানা আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনকে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোমবার দুপুরে সিলেটের আদালত পাড়ায় আইনজীবীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সদ্য বিদায়ী মেয়র আরও বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা গেলে অতীতের মতো শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হকসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ছামির মাহমুদ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।