মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৬ জুলাই ২০১৮

মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদুকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের সেওতা এলাকার বাসা থেকে তাকে রোববার রাতে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিনের ছোট ভাই জিয়া উদ্দিন আহাম্মেদ কবীর বলেন, তার ভাই নাসির উদ্দিন আহাম্মেদ যাদু অসুস্থ। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা আছে এবং সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানা থেকে এসআই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে যায়। পুলিশ সুপার তাকে দেখা করতে বলেছে বলে তারা তাকে নিয়ে যায় এবং মানিকগঞ্জ সদর থানার অর্ভ্যথনা কক্ষে বসিয়ে রাখে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, নাসির উদ্দিন আহম্মেদ যাদুকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, নাসির উদ্দিন আহাম্মেদ যাদু টানা তিনবার মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার ছিলেন। বিএনপির মনোনয়ন নিয়ে তিনি পরপর দুই বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তিনি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বি.এম খোরশেদ/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।