সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬৪
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কূল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫০) আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি। এছাড়াও গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ২২ জন, কলারোয়া থানার ৯ জন, তালা থানার ৪ জন, কালিগঞ্জ থানার ৮ জন, শ্যামনগর থানার ৯ জন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার ৩ জন ও পাটকেলঘাটা থানার ৩ জন রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর