শেরপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২২ জুলাই ২০১৮

শেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাদা পোশাকধারী একদল পুলিশ শহরের বাগরাকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়। দলীয় নেতাদের অভিযোগ, কামরুল হাসানকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম রোববার বিকেল ৩টার দিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

কামরুল হাসান জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কয়েকদিন আগে কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হলে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।