গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে মো. জালাল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। নিহত জালাল মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালাগাও গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুপুরে জালাল মিয়া একটি গাড়ির চাকা মেরামত শেষে এতে হাওয়া দিচ্ছিলেন। এ সময় চাকার ভেতরের একটি লোহার অংশ ভালোভাবে না লাগানোর কারণে তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মনদেহ উদ্ধার করে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/পিআর