ইউএনওকে প্রত্যাহারের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৬ জুলাই ২০১৮

শরীয়তপুরে বেসরকারি টেলিভিশন, দৈনিক ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক কাজী নজরুল ইসলামকে হত্যার হুমকিকারী শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংবাদিক সংগঠনগুলো। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের (উপসচিব) কাছে স্মারকলিপি দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা, শরীয়তপুর ইলট্রোনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ইউএনওর প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাকে দ্রুত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ENO-1

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর জার্নালের সম্পাদক অ্যাডভোকেট মুরাদ মুন্সী, অ্যাডভোকেট রুহুল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন সবুজ তালুকদারসহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিক, অ্যাডভোকেট, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, দীর্ঘ দিন সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ‘টি আর কাবিখা, কাবিটা এবং জি আর’ প্রকল্প বাস্তবায়ন, সম্প্রতি সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-নৈশপ্রহরী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন ইউএনও জিয়াউর রহমান। এ বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হওয়ায় সাংবাদিক কাজী নজরুলের প্রতি ক্ষিপ্ত হয়ে তার সহকর্মীদের মাধ্যমে গালিগালাজসহ তাকে জীবন নাশেরও হুমকি দিতে থাকেন। গত ২০ জুলাই শুক্রবার রাতে ইউএনও জিয়াউর রহমান শরীয়তপুর সদর উপজেলা চত্বরে বৃক্ষ মেলার একটি স্টলে বসে বেসরকারি টেলিভিশন ডিবিসির শরীয়তপুর জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিলকে ডেকে নিয়ে গালিগালাজ করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। এরপর ২১ জুলাই দুপুরে তিনি শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় চিকন্দী ফুড পার্কে বিএম ইশ্রাফিলের কাছে পুনরায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজী নজরুলকে গালিগালাজ করতে থাকেন। ওই ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম ইউএনও মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মো. ছগির হোসেন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।