দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ আতিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ৩০ জুলাই ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। দুদকের উপ-পরিচালক (বি.অনু ও তদন্ত-২) মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে অভিযোগটি পরিসমাপ্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

দুদকের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ বিভাগকেও এ বিষয়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। ২৯ জুলাই স্বাক্ষরিত পত্রটি ৩০ জুলাই সোমবার দুপুরে হুইপ আতিউর রহমান আতিক এমপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।

দুদকের উপ-পরিচালক (বি.অনু ও তদন্ত-২) মির্জা জাহিদুল আলম সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ বছরের ৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিককে দুদক কার্যালয়ে তলব করেন। দুদকের তলবের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল হুইপ আতিউর রহমান আতিক এমপি সশরীরে দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে অনুসন্ধানের পর দুদক অভিযোগটি পরিসমাপ্তি করে।

হাকিম বাবুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।