নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০১ আগস্ট ২০১৮
ছবি-প্রতীকী

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেম সংক্রান্ত বিয়ের জেরে রিপন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে আসামিদের উপস্থিতে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কেন্দুয়া উপজেলার রামচন্দপুর গ্রামের, দুলাল মিয়া, বাবুল মিয়া ও রাসেল মিয়া।

নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রামচন্দ্রপুর গ্রামে প্রেম সংক্রান্ত বিয়ের ঘটনার জেরে দুলাল মিয়ার রাইস মিলের সামনে আসামিরা রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে রিপন মিয়ার বড় ভাই সাইফুল আলম তপন বাদী হয়ে কেন্দুয়া থানা একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

কামাল হোসাইন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।