কাজে না যাওয়ায় চার শিশু শ্রমিককে পিটিয়ে আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০২ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর যথাসময়ে কাজে যোগদান না করায় বেকারির চার শিশু শ্রমিককে পিটিয়ে আহত করেছে বেকারির মালিক মো. দুলাল। উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার বিসমিল্লাহ বেকারিতে বুধবার রাতে ঘটনা ঘটে। 

আহতরা হলেন- চর আবাবিল গ্রামের মুরাদ হোসেন (১৫), আনোয়ার হোসেন (১৪), মো. তারেক (১২) ও জাহাঙ্গীর আলম (১৩)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, বিসমিল্লাহ বেকারিতে ওই চার শিশু শ্রমিক কাজ করে আসছে। বাড়িতে পারিবারিক অনুষ্ঠান থাকায় চার শ্রমিক বুধবার দিনে কাজে আসেনি। তবে রাতের তারা কাজে গেলে বেকারির মালিক দুলাল লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। এক পর্যায়ে তাদেরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে।

এ বিষয়ে বিসমিল্লাহ বেকানির মালিক মো. দুলালের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রায়পুরের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কাজল কায়েস/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।