মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে খালে, ১২ রুটে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৪ আগস্ট ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাক ও ভেকুসহ খালে ভেঙে পড়ে গেছে তুষখালী বেইলি ব্রিজটি। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস বন্দর পাথরঘাটাসহ ১২টি রুটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর চরখালি পাথরঘাটা বন্দর সড়কের এ ব্রিজে ট্রাক ও একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) একসঙ্গে উঠলে বিকট শব্দে ব্রিজটি খালে ভেঙে পড়ে। তবে ট্রাক ও ভেকুর চালকসহ অন্যরা নিরাপদে উপরে উঠে আসতে পেরেছেন।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব এটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।