ছাত্রদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া উচিত : শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ আগস্ট ২০১৮
ছবি-ফাইল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন যৌক্তিক ছিল। সরকার আন্তরিকতার সঙ্গে তাদের দাবির বাস্তবায়ন করেছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে মানবিকভাবে আর্থিক সাহায্যও করেছেন প্রধানমন্ত্রী। ঘাতক বাসের চালক-হেলপারসহ মালিককেও গ্রেফতার করা হয়েছে। প্রনয়ণ করা হচ্ছে কঠোর আইন। তাই আন্দোলন আর দীর্ঘায়িত না করে একটা দৃষ্টান্ত নিয়ে প্রশংসা এবং প্রাপ্তির সঙ্গে ছাত্রদের এখন শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করা উচিত।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির মূল্যবোধকে হত্যা করা হয়েছিল। সেই সঙ্গে ইতিহাসের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে একটি নব্য পাকিস্তান সৃষ্টি করার পায়তারা করেছিলো ষড়যন্ত্রকারীরা। তাদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশ এগিয়ে নেয়ার চাকা ঘুরিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ সরকার ক্ষমতায় না থাকলে দেশ আবারও পিছিয়ে যাবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাজসেবা অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এ কে এম আকতারুজ্জামান প্রমুখ।

মো. আতিকুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।