জামাইয়ের ছোড়া অ্যাসিডে শিশুসহ দগ্ধ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৪ আগস্ট ২০১৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জামাইয়ের দেয়া অ্যাসিডে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার রাতে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামে দুলাল পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অভিকে (১০) কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দুলাল পাটোয়ারী বলেন, ১২ বছর আগে আমার মেয়ে আফরোজার সঙ্গে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের খলিলুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ের স্বামী তাকে নির্যাতন করছিল। আফরোজাকে বিয়ের আগে খলিল আরেকটি বিয়ে করেছিল। ওই সংসারে তার চার সন্তান রয়েছে। পরে আফরোজা বিষয়টি মেনে নিচ্ছিল না এবং সংসার করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তাদের দ্বন্দ্ব চলছিল।

তিনি আরও বলেন, শুক্রবার খলিল আমার বাড়িতে আসলে আফরোজার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর খলিল রাতে দুটি গরুকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং আমার মেয়েকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। অ্যাসিডে খলিলের ছেলে অভি (১০), আমার ছেলে নোমান (১৩), সাজেম (১০) ও নাতিন সুমাইয়া (১) দগ্ধ হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মতলব উত্তর থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল হক বলেন, বিষয়টি তদন্ত করেছি। দুলালের মেয়ের জামাই এ ঘটনা ঘটিয়েছে। আইনগত বিষয়টি আমরা দেখছি।

ইকরাম চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।