চাঁপাইনবাবগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৮ আগস্ট ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের একটি হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই মামলায় আটজন বেকসুর খালাস পেয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী বুধবার দুপুরে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজন ও খালাসপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাগলপুরের এরফান আলী ওরফে টিপু (৫২), তার দুই ছেলে হামেদ (৩২) ও রুমেদ (২৯), একই গ্রামের আবু বাক্কারের ছেলে আকালু (৩৫) এবং তোহর আলীর ছেলে দবির (৩০)। এদের মধ্যে হামেদ ও রুমেদ পলাতক রয়েছেন।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০০৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় ভাগলপুরের আহাদুল ইসলাম ও তার সহযোগী আব্দুল হাকিম বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আহাদুল ইসলাম মারা যান।

ওই ঘটনায় আহাদুলের শ্বশুর শামসুল বাদী হয়ে পরদিন গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবর হোসেন ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।