জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মোহনগঞ্জে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৮ আগস্ট ২০১৮

জামায়াত ইসলামী ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে নেত্রকোণায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে জামায়াতে ইসলামী সংগঠনের ৯টি বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের বেলায়েত হোসেন ও জয়পুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. হাফিজুর রহমান।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাত ১২টার দিকে মোহনগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

নেত্রকোণা গোয়েন্দা পুলিশের ওসি আমীর তৈমুর ইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুই দফা তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কিছু বই উদ্ধার করা হয়েছে।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।