মৌলভীবাজারে ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ আগস্ট ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে মহিলা কলেজের সামনের রাস্তার পাশ থেকে তিনটি বোমা সদৃশ বস্তু পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একই এলাকার বাসিন্দা মো. জাবেদ মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনটি বোমা সদৃশ বস্তু, একটি কাটার, একটি টর্চ লাইট, রড ও লাটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তেই বিষয়টি এলাকায় জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি বিষয়টি পুলিশকে জানালে এসআই শহীদুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

রিপন দে/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।