ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীরা চিহ্নিত : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১০ আগস্ট ২০১৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি যারা জড়িত আছে, ইন্ধনদাতা আছে তাদেরও শিগগিরই আটক করা হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারী পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স জামে মসজিদের উদ্বোধন করেন আইজিপি।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।