মাদকাসক্তের কোপে স্কুলছাত্র জখম
বাগেরহাটের মোংলায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে এক মাদকাসক্ত যুবক। রোববার রাত ৯টার দিকে মোংলা শহরের আনসার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাকিব হোসেনকে (১৬) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে মোংলা টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রাকিব আনসার ক্লাবের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ একই এলাকার মো. সাগর (২৫) পথরোধ করে রাকিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয়রা জানিয়েছেন সাগর একজন মাদকাসক্ত এবং মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। নৌযান থেকে তেল চুরির সিন্ডিকেটও রয়েছে তার। ঘটনার পর থেকেই সে পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফএ/জেআইএম