আ.লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৫ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা মিজান নেতাকর্মীদের নিয়ে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হামলা চালালে ঘরের কিছু সরঞ্জাম নষ্ট হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

শামছুল হক মিজান বলেন, পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমাকে হত্যা করার জন্য এ ধরণের কাজ করতে পারে। বিষয়টি দলের সিনিয়র নেতা ও পুলিশকে জানিয়েছি।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক বলেন, আওয়ামী লীগ নেতা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।