মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিবির নেতা নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইব্রাহিম খলিল (২৭) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার হায়দরগঞ্জের ছয়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মো. মুকবুল হোসেনের ছেলে। লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে চলতি বছর তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইব্রাহিম খলিল ঘটনার সময় ছয়বাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
কাজল কায়েস/আরএআর/এমএস