ঈদের জামা নিয়ে ঝগড়া, স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮

মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় স্ত্রী গুলসানারাকে (৩১) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৮টার দিকের এ ঘটনায় স্বামী মহির উদ্দীনকে (৩৬) আটক করেছে পুলিশ।

পারিবারিক কলোহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, মহির উদ্দীন ও গুলসানারা মেহেরপুর শহরের ক্যাশ্যপবাড়ার তহমিনার বাড়িতে ৮ মাস ধরে ভাড়ায় রয়েছেন। সকালে ঈদের পোশাক কেনা নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে মহির উত্তেজিত হয়ে তার গলাই ওড়না পেঁচিয়ে টানতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই মারা যান গুলসানারা।

পরে মহির আত্মহত্যার অভিযোগ দিতে থানায় গেলে পুলিশ তাকে আটক করে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত গুলসানারা মহিরের তৃতীয় স্ত্রী বলে জানিয়েছে এলাকাবাসী। মরদেহ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা যাবে বলেও জানান তিনি।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।