যুবকের বস্তাবন্দি মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে বদরপুর গ্রামের আবুল হোসেন বাঙালির বাড়ির পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে জমিতে বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি পানি থেকে তুলে খুলে দেখেন এর ভেতরে আনুমানিক ৩০ বছরের এক যুবকের মরদেহ। ধারণা করা হচ্ছে গত দুই-তিন আগে অন্য কোথাও যুবকটিকে নির্যাতন করে হত্যা পর এখানে ফেলে রেখে যায়।

তার পরিচয় জানতে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি নাসিম উদ্দিন।

মিজানুর রহমান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।