রামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২০ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে তারেক আজিজ খাঁনকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোতালেব রুবেল, আজাদ এ রকি, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন চৌকিয়া, আমিন হোসেন ও সাংগঠনিক সম্পদক মামুনুর রশিদ মামুন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, দলীয় কার্যক্রম গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি করতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।