রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
রংপুর কেন্দ্রীয় কারাগারের আবুল হোসেন নামের (৫৩) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আবুল হোসেন পঞ্চগড়ের বোদা উপজেলার মৃত তবিবুল ইসলামের ছেলে।
কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বলেন, ২০০৮ সালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলায় আবুল হোসেনের যাবজ্জীবন সাজা হয়।
শুক্রবার রাতে আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কারা কর্মকর্তা।
জিতু কবীর/এএম/এমএস