স্বামীর বাড়িতে এসেই গৃহবধূর বিষপান
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে হাসিনা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে উপজেলার আমতলী ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানায়, ঈদে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন হাসিনা বেগম। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসার পর সকাল ৯টার দিকে বিষপানে আত্মহত্যা করেন।
এ সময় প্রতিবেশীরা থানায় খবর দিলে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী শাকিল হোসেন পলাতক রয়েছেন।
পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মা হাসিনা বেগম আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি সৈয়দ জাকির হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম