বিয়ের ট্রলার বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ আগস্ট ২০১৮

নেত্রকোনার মদন উপজেলার তলার হাওরে বিয়ের ট্রলারে বিদ্যুতের তারে জড়িয়ে আল মামুন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলারটি বিদ্যুতায়িত হয়ে অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মদন ইউনিয়নের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন উপজেলার সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহতরা উপজেলার গঙ্গানগর ও বাস্তা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মদন উপজেলার বাস্তা গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি বিয়ের ট্রলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশে যাচ্ছিল। আনুমানিক দুপুর ১২টার দিকে মদনের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে পৌঁছলে পানির ওপরে থাকা বিদ্যুতের তাড়ে জড়িয়ে যায়। এতে ২০ জন আহত হন। এ সময় সঙ্গে থাকা অন্য লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।