দেবরের সঙ্গে উধাও ৩ সন্তানের মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩০ আগস্ট ২০১৮

পরকীয়ার জেরে দেবরের সঙ্গে পালিয়েছেন আমেনা বেগম (৩২) নামে তিন সন্তানের এক জননী। মঙ্গলবার রাতে ৩ বছরের এক মেয়ে, স্বর্ণালঙ্কার ও অর্থকড়ি নিয়ে পালিয়ে গেছেন আমেনা।

এদিকে ৬ষ্ঠ ও ৩য় শ্রেণির পড়ুয়া ২ ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। এ ঘটনায় আমেনার স্বামী নেজাম উদ্দিন বাদী হয়ে স্ত্রী ও ফুফাতো ভাই হাবিবসহ ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের ব্যাবসায়ী নেজাম উদ্দিনের স্ত্রী আমেনা বেগেমের (৩২) সঙ্গে ফুফাতো দেবর মো. হাবিবের (২৫) পরকিয়া সম্পর্ক তৈরি হয়। এক সময় তা স্বামীসহ স্বজনদের নজরে পড়ে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠকে আমেনাকে সর্তক করেও দেয়া হয়। কিন্তু মঙ্গলবার আমেনা তার তিন বছরের মেয়ে, স্বামীর ৩৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।