মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না সুদীপের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৮

নেত্রকোনা শহরের গরুহাট্টা এলাকায় বাসচাপায় সুদীপ সূত্রধর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুদীপ জেলা সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের আসদহাটি গ্রামের মৃত বঙ্কিম সূত্র ধরের ছেলে।

সুদীপের বড় ভাই পল্টু সূত্রধর জানান, নেত্রকোনা থেকে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সুদীপ। ফেরার পথে গরুহাট্টা এলাকায় যাত্রীবাহী নৈশ কোচের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।