মাদক অভিযানে গিয়ে এএসআইসহ ২ পুলিশ আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবককে আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তিনশ পিস ইয়াবাসহ গ্রেফতার মো. আজিজও আহত হন।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মাদক বিরোধী অভিযান চলাকালে জেলা পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক মো. বাহার, কনস্টেবল সালাহ উদ্দিন ও মাদক কারবারি আজিজ। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার সময় মাদক ব্যবসায়ী আজিজ পৌরসভার আটিয়াতলী এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে দালাল বাজার যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ লাইন্স এলাকায় তার মোটরসাইকেলটি গতিরোধ করার জন্য সংকেত দেয় ডিবি পুলিশ। এ সময় আজিজ মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা সড়কের পাশে খালে পড়ে যায়।

সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নাজমুন বলেন, হাসপাতালে পুলিশসহ তিনজন চিকিৎসার জন্য এসেছেন। তাদের হাত-পাসহ বিভিন্ন অংশে জখম হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানে গেলে দুই পুলিশ আহত হয়। এ সময় তিনশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

গ্রেফতার আজিজ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আমিন উল্যার ছেলে।

কাজল কায়েস/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।