ঝিনাইদহে ৭শ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ ফিরোজ মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার সকালে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ মোল্লা ফরিদপুর জেলার ভাটিকানাইপুর গ্রামের ফজলু মোল্লার ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফিরোজ মোল্লাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা পিকআপ ভর্তি ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।