রাতের আঁধারে কাটা হচ্ছে কলেজের গাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালী সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তবে ওই অধ্যক্ষের দাবি কেবলমাত্র মরা গাছই কাটা হচ্ছে।

রোববার রাত ১০টায় পটুয়াখালী সরকারি কলেজের পেছনের গেটে গিয়ে দেখা গেছে একটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে এবং রাতের আঁধারে মূল্যবান আরও কয়েকটি গাছ কেটে টুকরা করা হয়েছে। এছাড়া কলেজের পুকুর পাড়সহ বিভিন্ন স্থানের বেশ কিছু গাছ কেটে নেয়ার চিহ্নও রয়েছে।

গাছ কাটায় নিয়োজিত শ্রমিক ওলি জানান, তিনি কলেজের নাইট গার্ড। কলেজ অধ্যক্ষ তাদের গাছ কাটতে বলায় তারা গাছ কাটছেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়দেব সজ্জন বলেন, গাছ মরে যাওয়ায় সেগুলো কাটা হচ্ছে।

তবে গাছ কাটার জন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেন নি তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা জানান, অধ্যক্ষ একাধিক প্রভাবশালী শিক্ষকদের নিয়ে বিভিন্ন সময় কলেজের মূল্যবান গাছ রাতের আঁধারে কেটে নিয়েছেন। কোনো ধরনের নিয়মনীতি না মেনেই তিনি এসব গাছ কাটাচ্ছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।