গাইবান্ধায় স্কুলছাত্র সাম্যর খুনিদের ফাঁসির দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের ছেলে ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আশিকুর রহমান সাম্যর হত্যাকারী ও হত্যার নেপথ্যে পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করে।

সোমবার দুপুরে সাম্য মঞ্চের আয়োজনে গাইবান্ধা পৌর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, সাম্য হত্যার বিচার কার্য দ্রুত সম্পন্ন করে সকল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমানে মামলায় গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হয়ে এখন মামলার বাদী ও সাক্ষীদেরকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

Gaibandha-Photo-(2)

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাম্য মঞ্চের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাচ্চু, সাম্য মঞ্চের সদস্য সচিব সানোয়ার হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পাটির নেতা মতিন মোল্যা ও রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্যকে (১৪) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুম করা হয়। এর ১৪ ঘণ্টা পর গোবিন্দগঞ্জ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে সাম্যর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এবিষয়ে ১১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

রওশন আলম পাপুল/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।